PRIMARY TET : পরিবেশ বিজ্ঞান /20 0 votes, 0 avg 234 Good Luck! Time up! Created by masterrji পরিবেশ SET-1 উত্তর করার আগে ভালো করে প্রশ্নগুলি পড়ে নেবেন । 1 / 20 1. কোন নেতা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ? সুন্দরলাল বহুগুণা মেধা পাটেকর চন্দ্রশেখর আন্না হাজারে 2 / 20 2. বায়ুদূষণের ফলে কি রোগ উদ্ভুত হয় ? হেপাটাইটিস ব্রঙ্কাইটিস টিউবারক্যুলোসিস জন্ডিস 3 / 20 3. পরিবেশের ধারণ ক্ষমতা কার দ্বারা প্রভাবিত হয় ? প্রজাপতির বৃদ্ধির দ্বারা জনগোষ্ঠীর বৃদ্ধির দ্বারা সমবায়ের বৃদ্ধি দ্বারা উদ্ভিদের সংখ্যার দ্বারা 4 / 20 4. 1986 সালে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল কোথায় ? চের্নোবিল লন্ডন ভূপাল হিরোশিমা 5 / 20 5. মানবাধিকার সম্পর্কিত বিশ্ব সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ? ভিয়েতনামা অস্ট্রিয়া আয়ারল্যান্ড ব্রাজিল 14-25 জুন 1993 সালে অস্ট্রিয়ার ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়। একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, সম্মেলনের প্রধান ফলাফল ছিল ভিয়েনা ঘোষণা এবং কর্মসূচী, সারা বিশ্বে মানবাধিকার কর্মকে শক্তিশালী করার জন্য একটি সাধারণ পরিকল্পনা। 6 / 20 6. বর্তমানে ওজোন আবরণের ক্ষতির কারণ কি ? হাইড্রোজেন আয়ন ক্লোরোফ্লুরো কার্বন সালফারের অক্সাইড নাইট্রাস অক্সাইড 7 / 20 7. পাথরের ক্যানসার বা পাথরের কুষ্ঠের কারণ কি ? অতিবেগুনি রশ্মি অম্লবৃষ্টি গ্রিনহাউস গ্যাসের প্রভাব শিলাবৃষ্টি 8 / 20 8. গোবর গ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে ? ৪০ ভাগ ৬৫ ভাগ ৭০ ভাগ ৬০ ভাগ 9 / 20 10. উড়ন্ত ছাইয়ের প্রধান উৎস ? তাপবিদ্যুৎ কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইটভাটা 10 / 20 11. মানব শরীরের সবচেয়ে শক্ত হাড় অবস্থিত ? চোয়ালে থাইতে হাতে ঘাড়ে 11 / 20 12. পেনিসিলিন আবিষ্কার করেন ? মাইকেল ফ্যারাডে স্যার আলেকজান্ডার ফ্লেমিং উইলিয়াম হার্ভে চার্লস গুডইয়ার 12 / 20 13. এডওয়ার্ড জেনার-এর নাম জড়িত ? কলেরা টাইফয়েড স্মল পক্স প্যারালাইসিস 13 / 20 14. “Environment” কোন শব্দ থেকে উৎপন্ন হয়েছে ? ফরাসি ইংরেজি গ্রিক ল্যাটিন শব্দটি ফরাসি Environner থেকে উৎপত্তি 14 / 20 15. জেনেটিক কোড আবিস্কারের জন্য কোন বিজ্ঞানী নােবেল পুরস্কার পেয়েছেন ? প্রফুল্লচন্দ্র রায় হরগোবিন্দ খোরানা ডারউইন মেন্ডেল 15 / 20 16. যে জীবটি কৃষকের বন্ধু সেটি হল ? আরশোলা গঙ্গাফড়িং কেঁচো ইদুর 16 / 20 17. মাছির দ্বারা সংক্রামিত হয় ? ডেঙ্গু যক্ষ্মা ম্যালেরিয়া ফাইলেরিয়া 17 / 20 18.গাছে পটাশিয়ামের অভাব ঘটলে গাছের পাতা ? ফ্যাকাসে হয় হলুদ হয় জালের মত হয় কোনো পরিবর্তন হয় না 18 / 20 19. নীচের কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ ? পোলিও ফাইলেরিয়া পক্স D. টাইফয়েড 19 / 20 20. খাদ্যশৃঙ্খলের প্রথমে অবস্থান করে ? উৎপাদক খাদ্য খাদক বাসস্থান 20 / 20 9. কোন সার তৈরি করতে কেঁচোর সাহায্য লাগে ? বায়োফার্টিলাইজার ভার্মিকম্পোস্ট অরগ্যানিক ম্যানিওর কমপোস্ট কেঁচো সার (Vermicompost fertilizer) একটি জৈব সার যা জমির উর্বরতা বাড়াতে ব্যবহার করা হয় । ১ মাসের বাসী গোবর বা তরকারির ফেলে দেওয়া অংশ,ফলমূলের খোসা,উদ্ভিদের লতাপাতা,হাঁস-মুরগির বিষ্ঠা, ছোট ছোট করে কাটা খড়কুটো খেয়ে কেঁচো মল ত্যাগ করে এবং এর সাথে কেঁচোর দেহ থেকে এক ধরনের রাসায়নিক পদার্থ বের হয়ে যে সার তৈরি হয় তাঁকে কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বলা হয়। এ সার সব ধরনের ফসল ক্ষেতে ব্যবহার করা যায়। এটি পৃথিবীতে অধিক ব্যাবহৃত জৈব সারের অন্যতম,পরিবেশবান্ধব সার। Your score is The average score is 63% Restart quiz /20 0 votes, 0 avg 171 Good Luck! Time up! Created by masterrji পরিবেশ SET-2 উত্তর করার আগে ভালো করে প্রশ্নগুলি পড়ে নেবেন । 1 / 20 1. বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা মাত্রা কত ? 19.60% 20% 20.95% 25.95% 2 / 20 2. পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P সূত্রটি হল ? প্রিন্সিপল অফ পপুলেশন প্রবলেম পপুলেশন প্রোডাকশন পলিউশন পপুলেশন পোভার্টি পলিউশন পাওয়ার পোভার্টি প্রাইস 3 / 20 3. নয়নতারা গাছ থেকে কোন রােগের ওষুধ তৈরি হয় ? হৃদরোগ হাঁপানি কুষ্ঠ ক্যানসার 4 / 20 4. সালোকসংশ্লেষে অর্থাৎ খাদ্য তৈরিতে সক্ষম এমন প্রাণী হল ? রাইবোজোম হাইড্রিলা ইউগ্লিনা অ্যাজোটোব্যাকটর 5 / 20 5. বায়ুচাপ মাপার যন্ত্রের নাম ? অডিও মিটার ব্যারোমিটার ল্যাকটোমিটার উপরের কোনটিই নয় 6 / 20 6. জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদ গোষ্ঠী কে কী বলে ? ফাইটোপ্লাংকটন বেনথস প্ল্যাংকটন জুপ্ল্যাংটন 7 / 20 7. এল নিনো কী ? সুনামির অপর নাম একটি অত্যন্ত অনিয়মিত উষ্ণ সমুদ্রস্রোত লবণাক্ত জলের আধিক্য কোনটিই নয় 8 / 20 8. HIV পুরো কথাটি হল ? Human Immunity deficiency Syndrome Human Immuno deficiency Virus Health Immunity Virus Human Immune Virus 9 / 20 9. ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটরগুলি ব্যবহৃত হয় ? শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য জলদূষণ নিয়ন্ত্রণের জন্য মৃত্তিকা নিয়ন্ত্রণের জন্য মূলত মূল্যবান শিল্প-প্রক্রিয়া সামগ্রী পুনরুদ্ধারের জন্য ডিজাইন করা হয়েছে, ইলেক্ট্রোস্ট্যাটিক প্রিসিপিটেটরগুলি বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে শিল্প সুবিধা এবং বিদ্যুৎ-উৎপাদন কেন্দ্রগুলিতে বর্জ্য গ্যাস থেকে ক্ষতিকারক কণা অপসারণের জন্য । 10 / 20 10. কোন ধাতু ইটাই-ইটাই রোগের জন্য দায়ী ? ক্যাডমিয়াম পারদ সীসা লোহা 11 / 20 11. নীচের কোন গ্যাস পচা ডিমের গন্ধযুক্ত ? HNO KCIO HSO H2S 12 / 20 12. একটি অগ্নেও শিলার উদাহরণ হলো ? নিস গ্রানাইট কাদাপাথর চুনাপাথর 13 / 20 13. সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত ? দিল্লিতে গোয়াতে কলকাতায় কেরালা 14 / 20 14. একটি রুপান্তরিত শিলার উদাহরণ হলো ? নিস গ্রানাইট কাদাপাথর কোনটাই নয় রূপান্তরিত শিলাগুলোর কয়েকটি উদাহরণ হল জিনেস, স্লেট, মার্বেল, শিস্ট এবং কোয়ার্টজাইট। স্লেটও কোয়ার্টজাইট টাইল ভবন নির্মাণে ব্যবহৃত হয়। মার্বেলও ভবন নির্মাণে এবং ভাস্কর্যে ব্যবহারের কারণে বেশ মূল্যবান। 15 / 20 15. সিলিকোসিস রোগের কারণ হল ? সিলিকা ফলিডল ডিডিটি কোনটিই নয় 16 / 20 16. কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ? ভিটামিন D ভিটামিন C ভিটামিন B ভিটামিন A 17 / 20 17. ভূ-পৃষ্টের কত % জলভাগ ? 71.04% 91.99% 80% 75.05% 18 / 20 18. বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমান সবচেয়ে বেশি ? ক্যালসিয়াম কার্বনেট অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড 19 / 20 19. ভিটামিন "ভিটামিন B 1" -এর অভাবে হয় ? স্কার্ভি বেরিবেরি রাতকানা রিকেট 20 / 20 20. শিক্ষায় "প্রকৃতিবাদের" প্রবক্তা হলেন ? জন অ্যাডামস রুশো পার্শিনান গান্ধিজী শিক্ষার কিছু জনপ্রিয় দর্শন হল আদর্শবাদ, প্রকৃতিবাদ, বাস্তববাদ ইত্যাদি। প্রকৃতিবাদ: জিন জ্যাক রুসো ছিলেন প্রকৃতিবাদী দর্শনের প্রধান প্রবক্তা। প্রকৃতিবিদরা বিশ্বাস করেন যে প্রকৃতিই চূড়ান্ত বাস্তবতা এবং প্রকৃতির বাইরে কিছুই নেই। Your score is The average score is 72% Restart quiz /20 0 votes, 0 avg 149 Good Luck! Time up! Created by masterrji পরিবেশ SET-3 উত্তর করার আগে ভালো করে প্রশ্নগুলি পড়ে নেবেন । 1 / 20 1. COD এর সাহায্যে কী মাপা হয়? জলদূষণের মাত্রা বায়ুদূষণের মাত্রা মৃত্রিকা দূষণের মাত্রা কঠিন বর্জ্য দূষণের মাত্রা পরিবেশ রসায়নে সারফেস ওয়াটারে রাসায়নিক অক্সিজেন চাহিদা (Chemical Oxygen Demand ) বা COD এর মান দ্বারা ঐ নমুনা পানিতে পরেোক্ষভাবে পচনশীল জৈব বস্তু (biodegradable) ও অপচনশীল জৈব যৌগ (Non-biodegradable) এ উভয় প্রকার জৈববস্তু ও জৈব যৌগের পরিমাণ ও পরিমাপ করা হয় । 2 / 20 2. কার্বনযুক্ত জ্বালানির অসম্পূর্ণ দহনের ফলে কোন গ্যাস উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড মিথেন সালফার ডাইঅক্সাইড 3 / 20 3. সাঁওতালদের দেবতার নাম কী? চন্ডী মারাংবুরু টাড়বারো মনসা 4 / 20 4. বিশ্ব আবহাওয়া দিবস কোনটি? 2 ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি 4 মার্চ ২৩ মার্চ 5 / 20 5. বিশ্ব তামাক বিরোধী দিবস কোনটি? 15 মে 31 মে 5 জুন 11 জুন 6 / 20 6. বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি? 23 মার্চ 5 এপ্রিল 7 এপ্রিল 18 এপ্রিল 7 / 20 7. তেজস্ক্রিয়তা প্রথম কে আবিষ্কার করেন? বেকেরাল মেরি কুরি পিয়ের কুরি জন ডালটন 8 / 20 8. ব্ল্যাকফুট রোগ কেন হয়? আর্সেনিক দূষণ ক্যাডমিয়াম দূষণ সিসা দূষণ তামা দূষণ 9 / 20 9. ডি ডি টি -এর আবিষ্কর্তা কে? পল মুলার ওডাম মিলার রোনাল্ড রস 10 / 20 10. প্লেগের বাহক কী? ইঁদুর বেড়াল খোলকযুক্ত প্রাণি এর কোনওটিই নয় 11 / 20 11. কাগজ শিল্প থেকে কী ধরনের ধাতব দূষণ হতে পারে? ক্রোমিয়াম পারদ ক্যাডমিয়াম লেড 12 / 20 12. ম্যালেরিয়া রোগের কারণ কী? ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া নিমাটোড 13 / 20 13. তামার প্রভাবে মানুষের কী রোগ হয়? উইলসন তামাপালসি তামাইচ তামানেক্রোসিস 14 / 20 14. কোন প্রাণীটি কাজিরাঙ্গা অভয়ারণ্যে সংরক্ষিত? রাইনোসেরস ইউনিকরনিস প্যান্থেরা টাইগ্রিস ম্যাকাকা মুলাটা প্যান্থেরা লিও 15 / 20 15. কাশ্মীরী পোশাক কী নামে পরিচিত? ফিরান আংরাখা বুগটারী 16 / 20 16. ওজোন স্তর কোথায় পাওয়া যায় ? থার্মোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার ট্রপোস্ফিয়ার মেসোস্ফিয়ার 17 / 20 17. মৌমাছি পালনকে বলা হয় ? হর্টিকালচার এপিকালচার এপিয়ারিং পোল্ট্রি 18 / 20 18. কোথায় দিন রাত্রি সমান হয় ? নিরক্ষীয় অঞ্চলে মেরু অঞ্চলে কর্কটক্রান্তি অঞ্চলে মকরক্রান্তি অঞ্চল 19 / 20 19. বায়ুতে পরাগরেণু ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নীচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করো ? যক্ষ্মা অ্যাজামা ম্যালেরিয়া ডেঙ্গু 20 / 20 20. অম্লবৃষ্টির কারণ হলো ? SO ও CO SO ও O2 SO2 ও NO2 SO ও ধূলিকণা বিভিন্ন কলকারখানা থেকে তাই সালফার ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। এই সালফার ডাই অক্সাইড (SO2) গ্যাস বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয় যার ফলে সালফার ট্রাই অক্সাইড (SO3) গ্যাস উৎপন্ন করে। আবার যানবাহন থেকে নাইট্রোজেন ডাই অক্সাইড (NO2) গ্যাস নির্গত হয়। Your score is The average score is 63% Restart quiz /20 0 votes, 0 avg 121 Good Luck! Time up! Created by masterrji পরিবেশ SET-4 উত্তর করার আগে ভালো করে প্রশ্নগুলি পড়ে নেবেন । 1 / 20 1. পারদঘটিত দূষণে যে রোগ হয় সেটি হলো ? ইটাই ইটাই ডিসলেক্সিয়া মিনামাটা 2 / 20 2. পৃথিবীতে মোট হটস্পটের ( Hotspot ) সংখ্যা হলো ? 25 30 34 38 3 / 20 3. ভারতে হটস্পটের সংখ্যা হলো ? 2 4 6 ভারতে 4টি জীববৈচিত্র্যের হটস্পট রয়েছে: হিমালয়, পশ্চিমঘাট, ইন্দো-বার্মা অঞ্চল এবং সুন্দাল্যান্ড (দ্বীপগুলির নিকোবর গ্রুপ অন্তর্ভুক্ত)। 4 / 20 4. ব্যাঘ্র প্রকল্প শুরু হয় ? 1970 1973 1981 1985 5 / 20 5. আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কোনটি? 2 ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি 4 মার্চ 8 সেপ্টেম্বর 6 / 20 6. বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ দিবস কোনটি? 23 মার্চ 5 এপ্রিল 7 এপ্রিল 18 এপ্রিল 7 / 20 7. বিশ্ব ওজোন দিবস কোনটি? 16 সেপ্টেম্বর 21 সেপ্টেম্বর 28 সেপ্টেম্বর 3 অক্টবর 8 / 20 8. বন্যপ্রাণি সপ্তাহ কোনটি? 1-7 জুলাই 1-7 আগস্ট 1-7 সেপ্টেম্বর 1-7 অক্টবর 9 / 20 9. পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ কত মাত্রা থাকলে তা ক্ষতিকর নয়? 0.01 পি পি এম 0.002 পি পি এম 0.003 পি পি এম 0.001 পি পি এম 10 / 20 10. মানবাধিকার দিবস কোনটি? 13 অক্টবর 10 ডিসেম্বর 29 ডিসেম্বর 23 সেপ্টেম্বর 11 / 20 11. কোথায় বছরের অর্ধেক সময় দিন ও অর্ধেক সময় রাত হয়? নিরক্ষীয় অঞ্চল মেরু অঞ্চল কর্কটক্রান্তি অঞ্চল মকরক্রান্তি অঞ্চল 12 / 20 12.'নামদাফা রিজার্ভ' কোথায় অবস্থিত? বিহার অরুণাচলপ্রদেশ উত্তরপ্রদেশ অসমে 13 / 20 13. ব্যাটারি কারখানা থেকে কী ধরনের ধাতবদূষণ হতে পারে? সিসা পারদ ক্যাডমিয়াম সবকটি 14 / 20 14. কোনটি সবথেকে সরল অ্যামিনো অ্যাসিড? অ্যালানিন অ্যাম্পারাজিন গ্লাইসিন টাইরোসিন 15 / 20 15. কনজাঙকটিভাইটিস রোগের কারণ কী? ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজোয়া নিমাটেড 16 / 20 16. ডি. ডি.টি আবিষ্কারের পূর্বে কোন কীটনাশক ব্যবহার করা হত? প্যারিস গ্রিন প্যারিস ব্লু প্যারিস ব্ল্যাক প্যারিস রেড 17 / 20 17. যদি কোনওভাবে কেনাবেচা জালিয়াতি হয় তবে আমরা কোথায় কেস ফাইল করব? উপভুক্তা সংরক্ষণ মঞ্চ জেলা মুখ্যালয় তহশীল গ্রাম পঞ্চায়েত 18 / 20 18. দিনরাত সমান হয় কোন কোন দিনে? 21 মার্চ ও 23 সেপ্টেম্বর 21 জুন ও 23 সেপ্টেম্বর 21 ডিসেম্বর ও 23 সেপ্টেম্বর 23 সেপ্টেম্বর ও 21 জুলাই বছরের ২৩ সেপ্টেম্বর ও ২১ মার্চ তারিখে পৃথিবীর সর্বস্থানেই দিন-রাত সমান হয়। কারণ এ সময় (দিন) সূর্য বিষুবরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। 19 / 20 19. এইডস দিবস কোনটি? 4 অক্টবর 6 জুন 1 ডিসেম্বর 7 ডিসেম্বর 20 / 20 20. জাতীয় বিজ্ঞান দিবস কোনটি? 2 ফেব্রুয়ারি 28 ফেব্রুয়ারি 4 মার্চ 21 মার্চ Your score is The average score is 52% Restart quiz /20 0 votes, 0 avg 100 Good Luck! Time up! Created by masterrji পরিবেশ SET-5 উত্তর করার আগে ভালো করে প্রশ্নগুলি পড়ে নেবেন । 1 / 20 1. আন্তর্জাতিক প্রাকৃতিক দুর্যোগ লাঘব দিবস কোনটি? 13 অক্টবর 10 ডিসেম্বর 29 ডিসেম্বর 14 ডিসেম্বর 2 / 20 2. শব্দদূষণ কোন ডেসিবেল- এর ওপরে পড়ে? ৭৫ ডেসিবেল ৩০ ডেসিবেল ৬৫ ডেসিবেল ৪০ ডেসিবেল 3 / 20 3. বাতাসে কার্বন ডাই অক্সাইডের শতকরা পরিমান কত? 0.03% 0.08% 2.10% 5% পরিমাণের দিক থেকে শুষ্ক বাতাসে ৭৮.০৯% নাইট্রোজেন,২০.৯৫% অক্সিজেন, ০.৯৩% আর্গন, ০.০৩% কার্বন ডাইঅক্সাইড এবং সামান্য পরিমাণে অন্যান্য গ্যাস থাকে। 4 / 20 4. একটি জলবাহিত রোগের নাম কী? কলেরা যক্ষা ফাইলেরিয়া গুটি বসন্ত বৃহদাকার শিমুল গাছে অধিমূল জন্মে। কিছুটা বকুল গাছের মত, পরিপক্ব গাছের শেকড়ে ঝাউ-শিমুল-বুদ্ধনারিকেল গাছের মত অধিমূল বা বাট্রেসিং দেখা যায়। 5 / 20 5. অধিমূল দেখা যায় কোন গাছে? রাস্না পেয়ারা শিমূল কাঁঠাল 6 / 20 6. সাইলেন্ট ভ্যালি অবস্থিত ভারতের কোন রাজ্যে? কর্ণাটক রাজ্যে কেরালা রাজ্যে তামিলনাড়ু রাজ্যে গোয়া রাজ্যে 7 / 20 7. কাজিরাঙা জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অসম রাজ্যে কেরল রাজ্যে ঝাড়খন্ড রাজ্যে 8 / 20 8. ভূমিকম্পের সময় ঘর থেকে বেরোতে না পারলে বিপদ থেকে বাঁচার একটি উপায় হতে পারে ? খাটের উপর উপুড় হয়ে শুয়ে থাকা জানালার ধারে থাকা খাটের নীচে হাঁটুর মধ্যে মাখা গুঁজে থাকা কোনও একটি কোনে বসে থাকা 9 / 20 9. লুপ্তপ্রায় প্রাণীকুলের তালিকা কোন বইতে থাকে? Green Data Book Red Data Book Black Data Book Grey Data Book 10 / 20 10. ভারতের কচ্ছ উপকূলে, কাম্বে উপসাগরে এবং সুন্দরবনে যে শক্তি উৎপাদনের সম্ভাবনা রয়েছে তা হল ? বায়ু শক্তি জোয়ার শক্তি ভূতাব শক্তি সৌরশক্তি ভারত সরকারের হিসেব অনুযায়ী, দেশটিতে 8000 মেগাওয়াট জোয়ার শক্তির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে গুজরাটের ক্যাম্বে উপসাগরে প্রায় 7,000 মেগাওয়াট, কচ্ছ উপসাগরে 1200 মেগাওয়াট এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের গাঙ্গেয় বদ্বীপে 100 মেগাওয়াট। 11 / 20 11. ব্রান ওয়েল পাওয়া যায় কোন থেকে? গম সরষে ভুট্টা ধান ব্যবহার রাইস ব্রান অয়েল বা চালের তুষ তেল হচ্ছে একটি ভোজ্য তেল যা উদ্ভিজ্জ ঘি প্রস্তুতিতে ব্যবহার করা হয়। চালের তুষ তেলে থেকে চাল তুষ মোম তৈরি করা হয়। যা প্রসাধনী, মিষ্টান্ন, জুতার খালি, মসৃণকারী যৌগ ইত্যাদিতে কারণাউবা মোমের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। 12 / 20 12. ঠেস মূল দেখা যায় কোন গাছে? অশ্বস্থ নারকেল শিমূল কেয়া 13 / 20 13. শ্বাসমূল থাকে কোন গাছে? কাঁঠাল নারকেল গরান বকুল 14 / 20 14. মশার দ্বারা সংক্রামিত হয় কোন রোগ? ডেঙ্গু কলেরা যক্ষা টাইফয়েড 15 / 20 15. জলে খুব বেশি মাত্রায় ইউট্রোফিকেশান সমস্যার সৃষ্টি করে কোন যৌগ? কার্বনেট যৌগ সালফেট যৌগ ফসফেট যৌগ হাইড্রোজেন যৌগ জলেতে প্রচুর পরিমাণে পুষ্টি - প্রাথমিকভাবে নাইট্রোজেন এবং ফসফরাস - ইউট্রোফিকেশন নামে একটি প্রক্রিয়া শুরু করে। শেত্তলাগুলি পুষ্টির উপর খাদ্য গ্রহণ করে, বৃদ্ধি পায়, ছড়িয়ে পড়ে এবং জলকে সবুজ করে। শেওলা ফুলগুলি খারাপ গন্ধ পেতে পারে, সূর্যালোককে আটকাতে পারে এবং এমনকি কিছু ক্ষেত্রে বিষাক্ত পদার্থও মুক্ত করতে পারে। 16 / 20 16. নাইট্রোজেন ঘটিত সার থেকে মানব দেহে সংক্রমিত রোগের নাম কী? নিউমোনিয়া অ্যানিমিয়া মিথিমোগ্লোবিমেনিয়া হেপাটাইটিস 17 / 20 17. যে ধানে আর্সেনিক মাত্রা বেশি পাওয়া যায় তা হল ? আউশ ধান আমন ধান বোরো ধান বাসন্তিক ধান দেশে পানীয় জলে আর্সেনিকের সহনমাত্রা ০.৫ মিলিগ্রাম প্রতি লিটার থেকে কমিয়ে ০.০১ মিলিগ্রাম করা হোক। সংসদীয় কমিটির রিপোর্টে বলা হয়েছে, ভারতে প্রতি লিটার জলে ০.০৫ মিলিগ্রাম আর্সেনিক থাকলে সেই জল পানের যোগ্য বলে গণ্য করা হয়। কিন্তু আন্তর্জাতিক স্তরে এই মাত্রা হল প্রতি লিটার জলে ০.০১ মিলিগ্রাম। 18 / 20 18. সর্বজনীন দ্রাবক বলা হয় ? অম্লকে ক্ষারককে জলকে পারদকে কোনো দ্রাবক অধিকাংশ অজৈব পদার্থ ও জৈব যোগকে দ্রবীভূত করলে সেটিই হয় সার্বজনীন দ্রাবক। পানি অধিকাংশ জৈব যৌগ এবং অজৈব যৌগকে দ্রবীভূত করতে পারে এবং জল দ্বারা তৈরি দ্রবণ নানাবিধ গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। এ কারণেই এটি একটি সার্বজনীন দ্রাবক। 19 / 20 19. ' সিসটোসোমায়োসিস ' রোগ ছড়ায় কোন প্রাণী? মাছ শামুক কাঁকড়া ব্যাঙ সংক্রমিত মিঠা জলের শামুক দ্বারা এই পরজীবীগুলো ছড়ায়। এই রোগটি বিশেষভাবে উন্নয়নশীল দেশসমূহের শিশুদের মধ্যে দেখা যায় যেহেতু তারা দূষিত জলেতে বেশি খেলা করে। অন্যান্য উচ্চ ঝুঁকি সম্পন্ন গ্রুপের মধ্যে আছে কৃষক, জেলে এবং দৈনন্দিন কাজে অপরিষ্কার জলের ব্যবহারকারী মানুষ। 20 / 20 20. বর্জ্য পদার্থের স্তূপ থেকে সাধারণত কোন গ্যাস নির্গত হয়? কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড সালফার ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড মিথেন ও হাইড্রোজেন সালফাইড Your score is The average score is 73% Restart quiz /17 0 votes, 0 avg 64 Good Luck! Time up! Created by masterrji পরিবেশ SET-6 উত্তর করার আগে ভালো করে প্রশ্নগুলি পড়ে নেবেন । 1 / 17 2. উচ্চ রক্তচাপের ওষধ তৈরি হয় কোন গাছ থেকে? নিম সরষে বাসক সর্পগন্ধা সর্পগন্ধা উচ্চ রক্তচাপ, অনিদ্রা, হাঁপানি, তীব্র পেট ব্যথা এবং বেদনাদায়ক প্রসবের চিকিৎসার জন্য এবং মানসিক রোগ যেমন স্নায়বিকমনোরোগ, মনোব্যাধি এবং সিজোফ্রেনিয়ার জন্য ব্যবহৃত হয়। রাউভলফিয়া সার্পেন্টিনার মূল হল সর্পগন্ধার আসল উৎস ওষুধ। এগুলি ভারতের আসাম রাজ্যের সিকিমের উপ-হিমালয় আর্দ্র বনাঞ্চলে ব্যাপকভাবে জন্মায়। 2 / 17 3. আরোহী মূল দেখা যায় কোন গাছে? পান কেয়া সুন্দরী কোনোটাই নয় রোহিনী শ্রেণির উদ্ভিদের পর্ব থেকে যে অস্থানিক মূল নির্গত হয়ে নিকটবর্তী কোনো উদ্ভিদ বা আশ্রয়কে জড়িয়ে ধরে ক্রমশ ওপরের দিকে বৃদ্ধি পায় বা আরোহণে সাহায্য করে সেই মূলগুলিকে আরোহী মূল বা ক্লাইম্বিং রুট বলা হয় । উদাহরণ — পান ( Piper betle ) , গজপিপুল ( Scindapsus officinalis ) ইত্যাদি । 3 / 17 5. সম্প্রতি কোন রাজ্যের জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন (জিআই) প্রত্যয়িত ফজলি আম বাহরাইনে রপ্তানি করা হয়েছে? উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার মহারাষ্ট্র 4 / 17 6. আয়ুষ মন্ত্রক কোভিড-১৯ থেকে পুনরুদ্ধারের প্রচারের জন্য কোন ঔষধি গাছের উপর একটি গবেষণা পরিচালনা করতে লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন (LSHTM) এর সাথে সহযোগিতা করেছে? অশ্বগন্ধা ব্রাহ্মী শতবরী অমলতাস 5 / 17 7. জলজীবন মিশন বাস্তবায়নের গতি বাড়াতে কোন কেন্দ্রশাসিত অঞ্চল একটি মাসব্যাপী প্রচারণা শুরু করেছে- 'পানি মাহ' (জলের মাস)? লাদাখ জম্মু ও কাশ্মীর পুদুচেরি চণ্ডীগড় 6 / 17 8. বিশ্ব জৈব জ্বালানি (World Biofuel Day ) দিবস প্রতি বছর কবে পালিত হয়? 11 আগস্ট 10 আগস্ট 9 আগস্ট 8 আগস্ট 7 / 17 9. কোন রাজ্য প্রথম বন ধন বার্ষিক পুরস্কার (Van Dhan Annual Awards) 2020-21-এ সাতটি জাতীয় পুরস্কার পেয়েছে? হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ নাগাল্যান্ড সিকিম 8 / 17 10. জিআই ট্যাগযুক্ত চক-হাও বা কালো চাল (Chak-Hao or Black Rice ) সম্প্রতি ইউরোপে রপ্তানি করা হয়েছে। এটা কোন রাজ্যের পণ্য ? আসাম মণিপুর নাগাল্যান্ড সিকিম 9 / 17 11. কোনটি ভারতের প্রথম রাজ্য হয়ে শহুরে এলাকায় কমিউনিটি ফরেস্ট রিসোর্স রাইটকে ) Community Forest Resource Rights in urban areas) স্বীকৃতি দিয়েছে? আসাম মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড 10 / 17 12.উত্তরাখণ্ডের কোন জেলায় ভারতের সর্বোচ্চ উচ্চতায় ভেষজ পার্ক উদ্বোধন করা হয়? উত্তরকাশী দেরাদুন চামোলি আলমোড়া 11 / 17 13. ত্রিপুরার বিখ্যাত ‘গন্ধরাজ’ যা জার্মানিতে পরিবহন করা হয়েছিল কোন ফলের জাত? আপেল লেবু আনারস স্ট্রবেরি 12 / 17 14. বিশ্ব নারকেল দিবস প্রতি বছর কবে পালন করা হয়? ১ সেপ্টেম্বর ২ সেপ্টেম্বর ৩ সেপ্টেম্বর ৪ সেপ্টেম্বর 13 / 17 15. কোন রাজ্য সরকার সম্প্রতি ‘মিলেট মিশন’ চালু করেছে? ছত্তিশগড় পশ্চিমবঙ্গ ওড়িশা তামিলনাড়ু 14 / 17 16. কর্ণাটকের মন্ডলপট্টি এবং কোট বেত্তার পাহাড় নীলকুরিঞ্জিতে পরিপূর্ণ। নীলকুরিঞ্জির ফুল ________ বছরে একবার ফোটে? 11 বছর 10 বছর 12 বছর 14 বছর 15 / 17 17. আখ থেকে উৎপন্ন অ্যালকোহলকে কোন দেশে মোটরগাড়ি চালানোর বিকল্প জ্বালানিরূপে ব্যবহার করা হয়? ভারত মরক্কো ইন্দোনেশিয়া ব্রাজিল 16 / 17 18. "the great migration"-কোন কোন অরণ্যের মধ্যে ঘটে ? পেরিয়ার ও কানহা বন্দীপুর ও করবেট বকসা ও কাজিরাঙা মাসাইমারা ও সেরেংগেটি মাইগ্রেশনের প্রাণীরা সেরেঙ্গেটি জাতীয় উদ্যানের দৈর্ঘ্যের মধ্য দিয়ে ঘড়ির কাঁটার দিকে চলে যায় এবং তারপরে কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ পর্যন্ত যায়। রুটটি প্রতি বছর পুনরাবৃত্তি হয় এবং প্রায় এক হাজার মাইল জুড়ে। 17 / 17 20. মিথেন গ্যাসের উৎস হল____? পারমাণবিক বিস্ফোরণ ধানক্ষেত ও মাংসাশী পশু গবাদি পশু ও মাংসাশী পশু ধানক্ষেত, পচা জলাভূমি ও গবাদি পশু Your score is The average score is 46% Restart quiz /30 0 votes, 0 avg 80 Good Luck! Time up! Created by masterrji পরিবেশ SET-7 উত্তর করার আগে ভালো করে প্রশ্নগুলি পড়ে নেবেন । 1 / 30 ১। একজন শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে যার ভূমিকা প্রথমে আসে- পরিবার স্কুল ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিবেশী 2 / 30 ২। খেলা হল- শিশুশিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম কৈশোরের শিক্ষার গুরুত্বপূর্ণ মাধ্যম সামাজিক শিক্ষার অন্যতম মাধ্যম সবগুলি 3 / 30 ৩। ‘New Animal Welfare Act’ কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছে? 2006 2008 2005 2010 4 / 30 ৪। চা আমরা পাই- পাতা থেকে ফুল থেকে বীজ থেকে ফল থেকে 5 / 30 ৬। প্রাকৃতিক বাসভুমি তৃণভূমিতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 100-200 সেমি 25-150 সেমি 200-225 সেমি 90-120 সেমি 6 / 30 ৫৷ স্কুলে শিশুদের মিড ডে মিল দেওয়া উচিত- শিশুদের ভালাভাবে টিফিন করার জন্য শিশুদের পুষ্টির জন্য শিশুদের পেট ভরানোর জন্য শিশুদের বাঁচিয়ে রাখার জন্য 7 / 30 ৭। খরজলে থাকে- ক্যালশিয়ামঘটিত লবণ ম্যাগনেশিয়ামঘটিত লবণ উভয়ই কোনটিই নয় 8 / 30 ৮। নীচের কোনটি বন-সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত? ঘানা গির অরণ্য সাইলেন্ট ভ্যালি কাজিরাঙা 9 / 30 ৯। কোটি মশাবাহিত রোগ নয় ? ম্যালেরিয়া ডেঙ্গু ফাইলেরিয়া এনসেফেলাইটিস 10 / 30 ১০। পশ্চিমবঙ্গের অভয়ারণ্য রয়েছে- মানসে কাজিরাঙাতে হাজারিবাগে জলদাপাড়ায় 11 / 30 ১১। জাতীয় স্তরে কোন সালে পরিবেশ, বন ও বন্যপ্রাণী মন্ত্রক খোলা হয়েছে? 1985 1980 1975 1970 12 / 30 ১২। খাদ্যের প্রয়োজন বেঁচে থাকার জন্য দেহের বৃদ্ধির জন্য দেহকে কাজে লাগানোর জন্য সবগুলি 13 / 30 ১৩। বাদাবনের বাস্তুতন্ত্রের একটি প্রাণী- বাঘ সিংহ জিরাফ হাতি 14 / 30 ১৪। জলের উপর তলকে বলা হয়— এপিলিমনিয়ন হাইপোলিমনিয়ন মেটালিমনিয়ন প্যারালিমনিয়ন 15 / 30 ১৫। রাতে শোয়ার সময় লাইট জ্বেলে রেখে ঘুমোননা উচিত লাইট জ্বেলে রেখে ঘুমোলে তেমন অসুবিধার সৃষ্টি হয় না লাইট জ্বেলে রেখে ঘুমোলে অযথা বিদ্যুতের অপচয় হয় লাইট জ্বেলে ঘুমােননা উচিত নয় 16 / 30 ১৬। নীচের কোনটি পরিবেশ বিদ্যার বিষয়বস্তু নয় ? জীববিদ্যা ভূগোল ইতিহাস অর্থনীতি 17 / 30 ১৭। অনুকরণের মাধ্যমে কেবল শিশুরা শেখে শিশু এবং বালকরা শেখে শিশু, বালক এবং যুবকরা শেখে সর্বস্তরের ব্যক্তিই শেখে 18 / 30 ১৮। পরিবেশ এবং পরিবেশ বিদ্যার উপর প্রয়োগের জন্য প্রশিক্ষণের ভূমিকা হল- সমাজবিজ্ঞানে জ্ঞানার্জন এবং এর উন্নত প্রয়োগের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা জাতীয় সম্পদ ব্যবস্থাপনার মূল্যায়নে সমাজবিজ্ঞানীদের অন্তর্ভুক্ত করা জাতীয় সম্পদ ব্যবস্থাপনায় সমাজবিজ্ঞানের ভূমিকা সম্পর্কে গবেষণাকে উৎসাহ দান উপরের সবগুলি 19 / 30 ১৯। নীচের কোনটি সঠিক নয় ? বক্তব্য উপস্থাপনে শিক্ষক যে বিষয়ের উপর গুরুত্ব আরোপ করবেন তা হল- শিক্ষার্থীরা শিক্ষকের নিকট থেকে কী প্রত্যাশা করে বক্তব্যের ব্যাবহারিক প্রয়োজনীয়তা বিষয় সম্পর্কে শিক্ষকের পাণ্ডিত্য শিক্ষার্থীদের গড় মেধা 20 / 30 ২০। নীচের কোনটি কম গুরুত্বপূর্ণ? পরিবেশ বিদ্যা শিক্ষণে খাদ্য কার্যাবলি পরিকল্পনায় থাকা উচিত, ব্যবহৃত সারটি- মূল্য কত মাটির কোনো ক্ষতি করছে কিনা কীটপতঙ্গের কোনো ক্ষতি করছে কিনা মানুষের কোনো ক্ষতি করছে কিনা 21 / 30 ২১। পরীক্ষণমূলক শিখনের মধ্য দিয়ে- বৌদ্ধিক আচরণের পরিবর্তন ঘটে বৌদ্ধিক এবং মনশ্চালকমূলক আচরণের পরিবর্তন ঘটে বৌদ্ধিক এবং দক্ষতামূলক আচরণের পরিবর্তন ঘটে বৌদ্ধিক, অনুভূতিমূলক এবং দক্ষতামূলক আচরণের পরিবর্তন ঘটে 22 / 30 ২২। শব্দ সম্পর্কে আলােচনা করা হয় কোন্ শ্রেণিতে (নিম্ন মাধ্যমিকের) ? পঞ্চম শ্রেণি অষ্টম শ্রেণি নবম শ্রেণি দশম শ্রেণি 23 / 30 ২৩। মূল্যায়নের মাধ্যমে যদি জানা যায় শিক্ষণ উদ্দেশ্যগুলি যথাযথভাবে অর্জিত হয়নি, সেক্ষেত্রে নির্দিষ্টভাবে বলা যায়- শিক্ষণ উদ্দেশ্যগুলি অর্জনযোগ্য নয় পাঠক্রমে ত্রুটি আছে শিক্ষা শিখন প্রক্রিয়ায় ত্রুটি আছে নির্দিষ্টভাবে কিছু বলা যায় না 24 / 30 ২৪। প্রাথমিকে পরিবেশ শিক্ষায় টেক্সট বইয়ে থাকা উচিত- বিভিন্ন বিষয় নিয়ে ছোটো করে বক্তব্য চিত্রের মাধ্যমে ছছাটো করে বর্ণনা চিত্রের প্রয়োজন নেই বর্ণনাধর্মী লেখা 25 / 30 ২৫। সমস্যাসমাধানে শিক্ষকের ভূমিকা হবে— সমস্যাটিকে সামগ্রিকভাবে উপস্থাপন করা সমস্যাটির জটিলতা হবে মাঝারি ধরনের সমাধানটির মধ্যে কিছু অসম্পূর্ণতা থাকবে উপরের সবগুলি 26 / 30 ২৬। প্রাথমিক শিক্ষাস্তরে পরিবেশ শিক্ষা বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে দেওয়া হয় বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে দেওয়ার পাশাপাশি নির্দিষ্ট পুস্তক ব্যবহার করা হয় নির্দিষ্ট পুস্তক ব্যবহার করা হয় উপরের কোনোটিই নয় 27 / 30 ২৭। নীচের কোনটি সঠিক নয়? উত্তম শিখন পরিবেশের শর্ত হল- শিখন পরিবেশ শিক্ষার্থীর নিকট চ্যালেঞ্জিং হবে শিখন পরিবেশ শিক্ষার্থীর নিকট নতুন হবে শিখন পরিবেশ বিন্যস্ত হবে শিখন পরিবেশ শিক্ষার্থীর নিকট আকর্ষণীয় 28 / 30 ২৮। পরিবেশ বিদ্যায় আর্সেনিক দূষণ সম্পর্কে সেমিনার আয়োজন করা হয়েছে, সেখানে কোন্ পদ্ধতি বেশি কার্যকরী? বক্তৃতা বক্তৃতা তথা আলোচনা প্রতিপাদন সমস্যাসমাধান 29 / 30 ২৯। খাদ্যদ্রব্যকে দূষিত করে— কীটনাশক রং সার সবগুলি 30 / 30 ৩০। শরীর সুস্থ রয়েছে, কিন্তু মন বিক্ষিপ্ত, এক্ষেত্রে কারণ হতে পারে- দৈহিক পরিবেশে সুস্থতার অভাব মানসিক পরিবেশে সুস্থতার অভাব সামাজিক পরিবেশে সুস্থতার অভাব খ ও গ উভয়ই Your score is The average score is 60% Restart quiz Join For Daily Exams Updates Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo. I want to join Today